আমুদরিয়া নিউজ: ভারতীয় গুপ্তচর সংস্থা ‘রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং’ (র)-এর নতুন প্রধান হচ্ছেন পরাগ জৈন। কেন্দ্রীয় মন্ত্রিসভার নিয়োগ সংক্রান্ত কমিটি শনিবার ১৯৮৯-র ব্যাচের এই আইপিএস অফিসারকে পরবর্তী ‘র’ প্রধান হিসাবে মনোনীত করেছে। ১ জুলাই থেকে দায়িত্ব নেবেন পরাগ। তিনি রবি সিনহার স্থলাভিষিক্ত হবেন।। ৩০ জুন জানা গিয়েছে ‘অপারেশন সিঁদুর’-এ গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন তিনি। চিনিয়ে দেন সীমান্তপারের পাক জঙ্গিঘাঁটিগুলিকে। সেই সময় ‘র’-এর ড্রোন ও আকাশ-নজরদারি শাখা ‘অ্যাভিয়েশন রিসার্চ সেন্টার’-এর দায়িত্বে ছিলেন পরাগ। পাঞ্জাব ক্যাডারের এই আইপিএস আধিকারিক খলিস্তানপন্থী সন্ত্রাসের মোকাবিলা করেছেন, লুধিয়ানার ডিআইজি থাকাকালীন পাকিস্তান থেকে মাদকের চোরাচালান আটকাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। জানা গিয়েছে, পরাগের নাম প্রস্তাব করেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
