আমুদরিয়া নিউজ: সৈকত শহরে প্রথম রথযাত্রা। সকাল থেকেই ঝিরঝিরে বৃষ্টি দিঘায়। সেই ভিড় উপেক্ষা করেই ভক্তদের ঢল নেমেছে। প্রশাসনের হিসাবে সংখ্যাটা ছাড়িয়ে যেতে পারে দুই লক্ষেরও বেশি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে উপস্থিত থেকে রথযাত্রার সূচি ও নিরাপত্তা খতিয়ে দেখেছেন। ইতিমধ্যেই রথে চড়ে বসেছেন বলভদ্র, জগন্নাথ এবং সুভদ্রা। করা হয় আরতি। বাজানো হয় শঙ্খও। দুপুর আড়াইটের সময় মাসির বাড়ির উদ্দেশে রথের চাকা গড়াবে। সেখান থেকে প্রায় এক কিলোমিটার পথ। সাধারণ মানুষের জন্য গোটা যাত্রাপথে বাঁশের ব্যারিকেড তৈরি করা হয়েছে। ব্যারিকেডের ওপার থেকে মানুষেরা রথ দেখতে পারবেন। ব্যারিকেডেও লাগানো থাকবে রথের দড়ি। সেই দড়ি ছুঁতে পারবেন পুণ্যার্থীরা।
