আমুদরিয়া নিউজ: স্পেসএক্সের ‘ড্রাগন’ যান চেপে মহাকাশে পা রেখেছেন ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা। শুভাংশুর পর আরও এক ভারতীয় মহাকাশে পাড়ি দিতে চলেছেন। তিনি হলেন অন্ধ্রের মেয়ে ২৩ বছরের জাহ্নবী ডাঙ্গেতি। সর্বকনিষ্ঠ মহাকাশচারী হিসেবে তিনি নিজের নাম তুলতে চলেছেন ইতিহাসে। সব কিছু ঠিকঠাক থাকলে ২০২৯ সালে এই অভিযান হওয়ার কথা। আমেরিকার বেসরকারি মহাকাশ সংস্থা ‘টাইটান স্পেস ইন্ডাস্ট্রিজ’ সংক্ষিপ্ত মিশনের আয়োজন করেছে ২০২৯ সালে। পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির প্রভাব কাটিয়ে পাঁচঘণ্টা মাত্র মহাশূন্যে ভেসে থাকবেন মহাকাশচারীরা। মিশন পরিচালনার ভার দেওয়া হয়েছে প্রাক্তন নাসা নভশ্চর ও মার্কিন সেনাবাহিনীর কর্নেল উইলিয়াম ম্যাকআর্থার জুনিয়ারকে। তিনি বর্তমানে টাইটান্স স্পেসের মুখ্য নভশ্চর। ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশনের স্নাতক তরুণীর ছোটবেলা কেটেছে পশ্চিম গোদাবরী জেলায়। সেখানেই স্কুলে পড়াশোনা শেষ করেন। তার পরে পঞ্জাবের লভলি প্রফেশনাল বিশ্ববিদ্যালয় থেকে ইঞ্জানিয়ারিং-এ স্নাতক ডিগ্রি লাভ করেন। তার পরেই পাড়ি দেন বিদেশে। বিভিন্ন দেশে একাধিক মহাকাশ প্রোগ্রামের সঙ্গে যুক্ত থেকেছেন। নিজের স্বপ্নকে ছোঁয়ার আনন্দে উচ্ছ্বসিত জাহ্নবী সমাজ মাধ্যমে লিখেছেন, ‘এটা আমার জীবনের গর্বের মুহূর্ত যা ভাষায় বোঝানো যাবে না, আমি শুধু নিজেকে না, মহাকাশে আমার দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে চলেছি।’
