আমুদরিয়া নিউজ: নিষিদ্ধ সংগঠন তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি)-র জঙ্গিদের গুলিতে নিহত পাক সেনার আধিকারিক সৈয়দ মইজ আব্বাস শাহ। পাক সংবাদ মাধ্যম সূত্রে খবর, পাক সেনার কাছে গোপন সূত্রে খবর ছিল যে খাইবার পাখতুনখোয়া প্রদেশের দক্ষিণ ওয়াজ়িরিস্তান জেলায় টিটিপি-র জঙ্গিরা লুকিয়ে রয়েছে। সেই মতো মঙ্গলবার সেখানকার সারারোঘা এলাকায় অভিযান চালায় পাক সেনা। টিটিপি-র জঙ্গিদের সঙ্গে গুলিযুদ্ধে মৃত্যু হয় আব্বাস-সহ দু’জনের। পাক সেনার গুলিতে ১১ জন টিটিপি জঙ্গির মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে। মেজর আব্বাসই ২০১৯ সালে বায়ুসেনার উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে বন্দি করেছিলেন। সেই বছর পাকিস্তানের খাইবার-পাখতুনখোয়া প্রদেশের বালাকোট শহরের অদূরে জঙ্গি শিবিরে অভিযান চালিয়েছিল ভারতীয় বায়ুসেনার যুদ্ধবিমান। জবাবে ভারতের আকাশসীমা লঙ্ঘন করে হামলা চালায় পাক বায়ুসেনা। বায়ুসেনার উইং কম্যান্ডার অভিনন্দন মিগ-২০০ নিয়ে পাক যুদ্ধবিমানটিকে ধাওয়া করে পাকিস্তানের আকাশসীমায় ঢুকে পড়েন। এর পরে আহত অবস্থায় পাক সেনার হাতে বন্দি হন তিনি। অভিনন্দনকে বন্দি করার কাজটি করেছিলেন নিহত ওই সেনা আধিকারিক আব্বাসই।
