আমুদরিয়া নিউজ: ১ জুলাই থেকে বেড়ে যাচ্ছে ট্রেনের ভাড়া। মঙ্গলবার ভারতীয় রেল এই খবর জানিয়েছে। যদিও লোকাল ট্রেনের ভাড়া বাড়ছে না। যাঁদের মান্থলি টিকিট আছে, তাঁদেরও অতিরিক্ত ভাড়া দিতে হবে না। বাড়তি টাকা দিতে হবে ৫০০ কিলোমিটারের বেশি যাত্রা করা এসি, নন এসি মেল ও এক্সপ্রেস ট্রেনের যাত্রীদের। ৫০০ কিলোমিটারের বেশি সাধারণ দ্বিতীয় শ্রেণির টিকিটে কিলোমিটার প্রতি আধ পয়সা, মেল ও এক্সপ্রেস ট্রেনের নন এসি টিকিটে কিলোমিটার প্রতি এক পয়সা ও এসি কোচের যাত্রীদের কিলোমিটার প্রতি দু’টাকা করে ভাড়া বৃদ্ধি হতে পারে। সেক্ষেত্রে প্রতি হাজার কিলোমিটার যাত্রার জন্য এই তিন শ্রেণির যাত্রীদের যথাক্রমে ৫ টাকা, ১০ টাকা ও ২০ টাকা করে অতিরিক্ত খরচ করতে হবে। এর আগে শেষবার ট্রেনের টিকিটের দাম বেড়েছিল ২০২০ সালের ১ জানুয়ারি।