আমুদরিয়া নিউজ: প্যারিস ডায়মন্ড লিগের পর এবার ওস্ত্রাভা গোল্ডেন স্পাইক। পাঁচ দিনে দুটো সোনা জিতলেন নীরজ চোপড়া। গত শুক্রবার রাতে প্যারিস ডায়মন্ড লিগে সেরার শিরোপা পান তিনি। তিনি সর্বোচ্চ জ্যাভলিন ছোড়েন ৮৮.১৬ মিটার। তারপরই মঙ্গলবার ফের সেরার তকমা। ওস্ত্রাভা গোল্ডেন স্পাইকে ৮৫.২৯ মিটার দূরে জ্যাভলিন ছুঁড়ে প্রথম হলেন নীরজ। দ্বিতীয় হয়েছেন দক্ষিণ আফ্রিকার দৌউয়ি স্মিথ। তিনি ছুড়েছেন ৮৪.১২ মিটার। ৮৩.৬৩ মিটার ছুড়ে তৃতীয় হয়েছেন প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন গ্রেনাডার অ্যান্ডারসন পিটার্স। তবে এই প্রতিযোগিতায় খেলেননি জার্মানির জুলিয়ন ওয়েবার।