আমুদরিয়া নিউজ: আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনায় ২৭৫ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে ১২ জন ক্রু মেম্বার, ২২৯ জন যাত্রী এবং যে জায়গায় বিমানটি ভেঙে পড়ে সেখানকার ৩৪ জন রয়েছেন। মঙ্গলবার সরকারি ভাবে এই তথ্য জানিয়েছে গুজরাট স্বাস্থ্য মন্ত্রক। গত ১২ জুন, মেঘানিনগরের বিজে মেডিক্যাল কলেজের ক্যান্টিনের উপর ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার বিমানটি। কীভাবে এমন ঘটনাটি ঘটল, তা এখনও স্পষ্ট নয়। বিমানের দু’টি ব্ল্যাক বক্স উদ্ধার হয়েছে। সেগুলি পরীক্ষা করে দুর্ঘটনার কারণ জানার চেষ্টা করা হচ্ছে। বিমানটি বিস্ফোরণের ফলে একাধিক দেহ পুড়ে যাওয়ার মৃতের সংখ্যা নিয়ে সঠিক তথ্য পাওয়া যাচ্ছিল না। এরই মধ্যে মৃতদেহ শনাক্ত করার জন্য ডিএনএ টেস্ট করার সিদ্ধান্ত নেওয়া হয়। স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে, মোট ২৭৫ জনের মৃত্যুর ব্যাপারে নিশ্চিত হওয়া গিয়েছে। তবে এখনও বেশকয়েকটি দেহ শনাক্ত করার জন্য ডিএনএ টেস্ট করা হচ্ছে।
