আমুদরিয়া নিউজ: এবার বিদ্যুতেই আকাশে উড়বে যাত্রীবাহী বিমান! মার্কিন সংস্থা ‘বিটা টেকনোলজিস’ এই বৈদ্যুতিক বিমান তৈরি করেছে। সম্প্রতি এই বৈদ্যুতিক বিমানের ট্রায়াল রানও সম্পন্ন হয়েছে। বৈদ্যুতিক বিমানে ১৩০ কিলোমিটার পথ পাড়ি দেওয়ার জন্য মাত্র ৮ ডলার খরচ পড়বে! ভারতীয় মুদ্রায় খরচ পড়বে ৭০০ টাকা। সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি আমেরিকার ইস্ট হ্যাম্পটন থেকে নিউ ইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দর পর্যন্ত মাত্র ৭০০ টাকায় ১৩০ কিলোমিটার উড়ে নজির গড়েছে আলিয়া সিএক্স৩০০ বিমানটি। বিমানটিতে মোট চার জন যাত্রী ছিলেন। ৩০ মিনিটেরও বেশি সময় ধরে প্রায় ৭০ নটিক্যাল মাইল (১৩০ কিলোমিটার) যাত্রা করেছে আলিয়া সিএক্স৩০০। ‘বেটা টেকনোলজিস’ প্রতিষ্ঠাতা তথা সিইও কাইল ক্লার্ক নিজে উপস্থিত ছিলেন এই পরীক্ষার সময়। তিনি জানান, ভবিষ্যতে সস্তার বিমান যাত্রার অন্যতম পথপ্রদর্শক হয়ে উঠতে চলেছে বিমানটি।
