আমুদরিয়া নিউজ: ইরান-ইজরায়েলের মধ্যে যুদ্ধ শেষ। দুদেশই সংঘর্ষ বিরতিতে যাচ্ছে বলে সোমবার মাঝরাতে দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সোশাল মিডিয়া ট্রুথে ট্রাম্প লিখেছেন, ‘আগামী ছ’ঘণ্টার মধ্যে ইরান-ইজরায়েল দু’পক্ষই সম্পূর্ণ সংঘর্ষবিরতিতে যাবে। এর শুরুটা করবে ইরান (প্রথম ১২ ঘণ্টা)। তাকে অনুসরণ করবে ইজরায়েল (পরের ১২ ঘণ্টা)। একপক্ষের সংঘর্ষবিরতি ঘোষণা করলে অপর পক্ষও শান্তি বজায় রাখবে। ২৪ ঘণ্টা পর বারো দিন ব্যাপী যুদ্ধের ইতি।’ দুই দেশকে শুভেচ্ছা জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট আরও লেখেন, ‘১২ দিনের যুদ্ধ শেষ করার মত ক্ষমতা সাহস ও বুদ্ধিমত্তা রাখে দুই দেশই, তাদের অভিনন্দন।’ উল্লেখ্য, কিছুদিন আগে ভারত-পাকিস্তান সংঘাত চলাকালীন একইভাবে সংঘর্ষবিরতির কথা ঘোষণা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট।
