আমুদরিয়া নিউজ: ইরানের ছয়টি বিমানঘাঁটিতে হামলা চালাল ইজরায়েল। ইজরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফের দাবি, এই হামলায় তারা ইরানের অন্তত ১৫টি যুদ্ধবিমান ও হেলিকপ্টার ধ্বংস করেছে। যুদ্ধবিমানগুলির মধ্যে রয়েছে এফ-১৪, এফ-৫ এবং এআইচ-১ মডেলের বিমান ও হেলিকপ্টার। বেঞ্জামিন নেতানিয়াহুর সেনার আরও দাবি, এই বিমানগুলিকেই যুদ্ধে ইজরায়েলের বিরুদ্ধে ব্যবহার করা হত। তার আগেই সেগুলিকে ধ্বংস করা হল। তাদের হামলায় এই সামরিক বিমানবন্দরগুলির রানওয়ে এবং ভূগর্ভস্থ অ্যাপার্টমেন্টগুলিরও ক্ষতি হয়েছে। প্রসঙ্গত, এদিন ইরান ও ইজরায়েলের মধ্যে সংঘাত ১১তম দিনে পড়ল। শনিবার এই যুদ্ধে সরাসরি জড়িয়ে পড়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। তিনটি ইরানি পরমাণু ঘাঁটিতে বিমানহানা চালায় তারা।
