আমুদরিয়া নিউজ: গ্রামদখলকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত বীরভূমের লাভপুর থানার হাতিয়া গ্রাম। শুক্রবার রাত থেকে অশান্তি শুরু হয়। শনিবার সকালে তা চরম আকার নেয়। স্থানীয়দের একাংশের দাবি, দীর্ঘ দিন ধরে ফেরার দুই স্থানীয় বাসিন্দা শেখ মইনুদ্দিন এবং তাঁর সহযোগী শেখ মুস্তাফি গ্রামে ঢোকার চেষ্টা করতেই সংঘর্ষ চরম আকার নেয়। স্থানীয় বাসস্ট্যান্ডে শেখ মনিরের নেতৃত্বে একদল লোক মইনুদ্দিনদের বাধা দেয়। শুরু হয় মারামারি। অভিযোগ, ওই সময় দুই পক্ষই বোমাবাজি শুরু করে। সেই সময় ছাতিম পুকুরপারে বোমা বাঁধছিলেন মনিরের দলবল। সেখানে আচমকা বিস্ফোরণ হলে মারা যান দু’জন। আহত হয়েছেন আরও কয়েক জন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
