আমুদরিয়া নিউজ: আমেরিকা পাশে থাক, বা না থাক ইরানের পরমাণু ঘাঁটি ধ্বংস হবেই। সাফ জানালেন ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। বৃহস্পতিবার হোয়াইট হাউস থেকে জানানো হয়েছে, ইরানের বিরুদ্ধে আমেরিকা অস্ত্র ধরবে কি না, তা নিয়ে আগামী দু’সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেবেন ট্রাম্প। হোয়াইট হাউস এও জানায় ট্রাম্প ইরানের সঙ্গে কূটনৈতিক পথে সমাধানের জন্য হাঁটতে প্রস্তুত। তবে তাঁর আসল লক্ষ্যই হল যেনতেন প্রকারেণ তেহরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে আটকানো। এরপরই নেতানিয়াহু জানান, “আমরা ইরানের পরমাণু ঘাঁটি ধ্বংস করব। আমাদের সেই ক্ষমতা রয়েছে। এরপর ইরানের বর্তমান শাসকের পতন হবে কিনা, সেখানকার শাসনব্যবস্থায় বদল আসবে কিনা তা সেখানকার জনগণের সিদ্ধান্ত। ডোনাল্ড ট্রাম্প আমাদের সঙ্গে যুদ্ধে যোগ দেবেন কি না, সেটা তার একান্ত নিজস্ব সিদ্ধান্ত। আমেরিকার পক্ষে যেটা ভাল, তিনি সেটাই করবেন। ইজরায়েলের জন্য যেটা সঠিক বলে মনে হবে ইজরায়েল সেটা করবে।”
