আমুদরিয়া নিউজ: ফল প্রকাশের ৪৮ দিনের মাথায় বুধবার মাধ্যমিক পরীক্ষার রিভিউ এবং স্কুটিনির ফলাফল প্রকাশ করল মধ্যশিক্ষা পর্ষদ। এই ফলাফল প্রকাশের পর ৯ জন পড়ুয়া নতুন করে মেধাতালিকায় জায়গা করে নিয়েছে। যার ফলে, প্রথম দশে মোট কৃতীর সংখ্যা দাঁড়াল ৭৫ জন। এর আগে মেধাতালিকায় ৬৬ জন পরীক্ষার্থী ছিল। পর্ষদের তরফে জানানো হয়েছে, যাঁদের নম্বর পরিবর্তন হয়েছে, সেই ছাত্রছাত্রীদের ফল প্রকাশের সাত দিনের মধ্যে নতুন মার্কশিট ও সার্টিফিকেট সংগ্রহ করতে হবে সংশ্লিষ্ট রিজিওনাল অফিস থেকে। এর জন্য আগের অরিজিনাল মার্কশিট ও সার্টিফিকেট জমা দিতে হবে। চলতি বছরের মাধ্যমিকের ফল প্রকাশ হয় ২ মে। তারপর থেকেই স্ক্রুটিনি ও রিভিউয়ের জন্য আবেদন জানানোর প্রক্রিয়া শুরু হয়।
