আমুদরিয়া নিউজ: আহমেদাবাদ বিমানবন্দরের কাছে ভেঙে পড়ল যাত্রীবাহী বিমান। জানা যাচ্ছে বিমানটিতে বিমানকর্মী এবং যাত্রী মিলিয়ে মোট ২৪২ জন ছিলেন। এই দুর্ঘটনায় বহু মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। এয়ার ইন্ডিয়ার বিমানটি বৃহস্পতিবার দুপুরে আহমেদাবাদের মেঘানিনগরে ভেঙে পড়েছে। যা সবে মাত্র আহমেদাবাদ বিমানবন্দর থেকে উড়ান নিয়ে যাচ্ছিল লন্ডনের দিকে। কিন্তু আকাশছোঁয়ার কিছুক্ষণের মধ্যেই ভেঙে পড়ে বিমানটি। ভেঙে পড়ার পরেই বিমানটিতে আগুন ধরে যায়। ঘটনাস্থলে গিয়েছে দমকলের একাধিক ইঞ্জিন। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
 
					 
			 
		 
		 
		 
		