আমুদরিয়া নিউজ: আমেরিকায় আসা ইউরোপীয় ইউনিয়নের সমস্ত পণ্যে ৫০ শতাংশ শুল্ক চাপানোর হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানান ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ওপর সরাসরি ৫০ শতাংশ শুল্ক আরোপের সুপারিশ করেছেন তিনি। এ ছাড়া আমদানি করা সব আইফোনে ২৫ শতাংশ শুল্ক আরোপেরও হুমকি দিয়েছেন ট্রাম্প। আগামী ১ জুন থেকে প্রস্তাবিত এই শুল্ক কার্যকর হবে বলে ট্রাম্প ঘোষণা করেন। প্রসঙ্গত, ইউরোপীয় ইউনিয়ন ওয়াশিংটনের সবচেয়ে বড় বাণিজ্য-অংশীদার। গত বছর ৬০০ বিলিয়ন মার্কিন ডলারের পণ্য পাঠানো হয়েছিল। আবার আমেরিকা কিনেছিল ৩৭০ বিলিয়ন ডলারের পণ্য। এবার ট্রাম্প হুঁশিয়ারি দিলেন ৫০ শতাংশ শুল্ক চাপানোর। এর প্রতিক্রিয়ায় ইউনিয়নের বাণিজ্য প্রধান মারোস সেফকভিক জানিয়েছেন, তাঁরা আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি করবেন সম্মানের ভিত্তিতে, হুমকির ভিত্তিতে নয়।
