আমুদরিয়া নিউজ : জার্মানির ব্যস্ততম শহর হামবুর্গে শুক্রবার ছুরি মেরে ১৮ জনকে জখম করার অভিযোগে ৩৯ বছর বয়সী এক মহিলাকে সে দেশের পুলিশ গ্রেফতার করেছে। আহতদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক। ধৃত মহিলা জার্মানির হামবুর্গের সেন্ট্রাল স্টেশনের সামনে ছুরি নিয়ে এলোপাথাড়ি আঘাত করে পালিয়ে যান। পরে সিসি ক্যামেরা দেখে পুলিশ তাকে ধরেছে। মহিলা কেন এ কাজ করেছে তা এখনও স্পষ্ট নয়। আজ তাঁকে সে দেশের আদালতে তোলা হবে। এর আগে গত জানুয়ারিতে, জার্মান শহর অ্যাসচাফেনবার্গে ছুরি নিয়ে হামলা চালিয়ে শিশু সহ দুজনকে খুনের অভিযোগে আফগানিস্তানের ২৮ বছর বয়সী এক যুবককে সে দেশের পুলিশ ধরে। গত বছর, একজন সিরিয়ান ব্যক্তি পশ্চিম জার্মান শহর সোলিনজেনে একটি উৎসবে তিনজনকে ছুরি দিয়ে খুন করে। পরে সে আত্মসমর্পণ করে।
