আমুদরিয়া নিউজ: হার্ভার্ডে বিদেশি পড়ুয়া ভর্তি নিয়ে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন যে নিষেধাজ্ঞা জারি করেছিল, শুক্রবার বস্টনের ফেডারেল আদালত তার উপর স্থগিতাদেশ জারি করল। আপাতত হার্ভার্ডে পড়াশোনার ক্ষেত্রে কোনও বাধা নেই আমেরিকার বাইরের ছাত্রছাত্রীদের। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে বিদেশি পড়ুয়াদের আর ভর্তি নেওয়া যাবে না, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার এই নির্দেশ জারি করেছিল। ট্রাম্প সরকার বিদেশি পড়ুয়া ভর্তির ক্ষেত্রে ছ’দফা শর্ত দিয়েছিল হার্ভার্ড কর্তৃপক্ষকে। নির্দেশিকায় জানানো হয়েছিল, ৭২ ঘণ্টার মধ্যে বিদেশি পড়ুয়াদের বিষয়ে প্রয়োজনীয় তথ্য দিলে তারা আবার নতুন শিক্ষাবর্ষে বিদেশি পড়ুয়াদের ভর্তি নিতে পারবে। বিদেশি ছাত্রদের ভর্তির বিষয়ে বিধিনিষেধ আরোপ করায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরকারের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করেছিলেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তারই ভিত্তিতে নির্দেশ দিল আদালত।
