আমুদরিয়া নিউজ: বিদেশি পড়ুয়াদের ভর্তিতে নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। আর এই সিদ্ধান্ত নিয়ে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে এবার সরাসরি মামলা দায়ের করল হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। শুক্রবার হার্ভার্ডের পরিচালন সমিতির প্রেসিডেন্ট অ্যালান এম গার্বার বলেন, ‘‘সরকারের পদক্ষেপ বেআইনি এবং অযৌক্তিক।’’ ট্রাম্প সরকারের পদক্ষেপের বিরুদ্ধে স্থগিতাদেশ চেয়ে তাঁরা ইতিমধ্যেই আদালতে আইনি আবেদন দাখিল করেছেন বলেও জানান অ্যালান। বৃহস্পতিবার ট্রাম্প জানিয়েছিলেন যে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে আর কোনও বিদেশি পড়ুয়া ভর্তি হতে পারবেন না এবং বর্তমানে যে সমস্ত পড়ুয়া সেখানে পড়াশোনা করছেন, তাদেরকেও দ্রুত অন্য শিক্ষা প্রতিষ্ঠানে স্থানান্তরিত করতে হবে। এমনকী সেই পড়ুয়াদের ভিসা বাতিলের হুমকিও দেন ট্রাম্প। এর পরেই শুক্রবার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র জেসন নিউটন সরকারের ওই পদক্ষেপের নিন্দা করেছিলেন। এবার ট্রাম্পের বিরুদ্ধে আদালতে গেল হার্ভার্ড।
