আমুদরিয়া নিউজ: সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরকে প্রোমোশন দিল পাকিস্তান সরকার। সেনাপ্রধান থেকে ফিল্ড মার্শাল পদে উন্নীত হলেন মুনির। এটাই পাকিস্তানের সর্বোচ্চ সামরিক পদ। ফিল্ড মার্শাল পদে উন্নীত হওয়ায় জল, স্থল এবং নৌ-তিন সেনারই নিয়ন্ত্রণ চলে এল মুনিরের হাতে। পাক প্রধানমন্ত্রীর দপ্তরের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, “মন্ত্রিসভার বৈঠকে আসিম মুনিরের পদন্নোতি নিয়ে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী শরিফের নেতৃত্বে সেই প্রস্তাবে সিলমোহর পড়েছে।” কিন্তু কীসের পুরস্কার পলেন আসিম মুনির? সাম্প্রতিক ভারত-পাক সংঘর্ষে একেবারে ল্যাজে-গোবরে অবস্থা হয়েছে পাকিস্তানের। যদিও ভারত-পাক যুদ্ধ পরিস্থিতিতে পাকিস্তান বরাবর নিজেদের জয় দাবি করে আসছে। পাক স্থানীয় সংবাদমাধ্যমের দাবি, যুদ্ধ পরিস্থিতিতে সেনাকে যোগ্য নেতৃত্ব দেওয়ার পুরস্কার স্বরূপ ফিল্ড মার্শালের পদ পাচ্ছেন আসিফ। এর আগে পাকিস্তানে একমাত্র একজনই এই পদ পেয়েছিলেন। ১৯৫৯ সালে, নিজেই নিজেকে এই পদ দিয়েছিলেন জেনারেল আয়ুব খান।
