আমুদরিয়া নিউজ: দেশের গোপন তথ্য পাকিস্তানে পাচারের অভিযোগে জনপ্রিয় মহিলা ইউটিউবার সহ ছয়জনকে গ্রেপ্তার করল পুলিশ। জানা যাচ্ছে, গ্রেপ্তার হয়েছেন ইউটিঊবার জ্যোতি মালহোত্রা। হরিয়ানার বাসিন্দা জ্যোতির ইউটিউবে একটি চ্যানেল রয়েছে, নাম— ‘ট্রাভেল উইথ জো’। মূলত ভ্রমণের ভিডিয়ো তিনি পোস্ট করতেন সেখানে। হরিয়ানার ওই সমাজমাধ্যম প্রভাবীর সঙ্গে পাকিস্তানি গুপ্তচরদের যোগাযোগ ছিল বলে অভিযোগ। হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, স্ন্যাপচ্যাটের মতো সোশাল মিডিয়া ব্যবহার করে পাক এজেন্টদের সঙ্গে যোগাযোগ রাখত অভিযুক্ত। তিনি গোপন সামরিক তথ্য পাঠানোর পাশাপাশি পাকিস্তানের পক্ষে সোশ্যাল মিডিয়ায় প্রচারও করতেন। নিউ দিল্লিতে পাক হাই কমিশনের এক সদস্য এহসান উর রহিম ওরফে দানিসের সঙ্গে ঘনিষ্ঠতা ছিল তাঁর। গত গত মঙ্গলবার এই দানিসকে ‘অযাচিত’ বলে ভারত ছাড়া করেছে কেন্দ্রীয় সরকার।
