আমুদরিয়া নিউজ: বিকাশ ভবনের সামনে যোগ্য শিক্ষকদের আন্দোলনকে ‘নাটক’ বলে কটাক্ষ করলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। তাঁর সাফ বক্তব্য, চাকরিহারারা নাটক করে টিভিতে মুখ দেখাতে চাইছেন। কিন্তু ওদের মনে রাখতে হবে সুপ্রিম কোর্টের রায় এইভাবে বিকাশ ভবনের সামনে বিক্ষোভ করে বদলানো যাবে না। ফিরহাদ হাকিমের আরও সংযোজন, মুখ্যমন্ত্রীর ওপর আস্থা রেখে অনেকেই বাড়ি চলে গেছেন। তবে যারা বিখ্যাত হতে চাইছেন তারাই এখন রাস্তায় বসে আছেন।প্রসঙ্গত, বিগত কয়েকদিন ধরেই বিকাশ ভবনের সামনে চাকরি ফেরানোর দাবিতে একটানা আন্দোলন করে যাচ্ছেন চাকরিহারারা। দফায় দফায় উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকায়। পুলিশের সঙ্গে তুমুল ধস্তাধস্তির ছবিও দেখা গিয়েছে। ঝরেছে রক্ত। তার মধ্যে ফিরহাদের এ মন্তব্যেই নতুন করে ক্ষোভের সঞ্চার আন্দোলনকারীদের মধ্যে।
