আমুদরিয়া নিউজ: আমেরিকার মেরিম্যাক কলেজ থেকে সাম্মানিক ডিগ্রি পেলেন মহাকাশচারী সুনীতা উইলিয়ামস। বৃহস্পতিবার কলেজের তরফে তাঁকে এই সম্মান দেওয়া হয়। আট দিনের জন্য মহাকাশ অভিযানে গিয়ে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (আইএসএস)-এ প্রায় ন’মাস কাটিয়ে মার্চে পৃথিবীতে ফিরেছেন সুনীতা উইলিয়ামস এবং তার সহকর্মী নভোচারী বুচ উইলমোর। সেই অভিজ্ঞতা শেয়ার করে সুনীতা বলেন অসাধারণ জায়গা। আমি চাই সবাই যেন এই দৃশ্য উপভোগ করার, গ্রহটি ঘুরে দেখার এবং সেখানে কী আছে তা দেখার সুযোগ পায়। উইলিয়ামস আরও বলেছেন যে তিনি মহাকাশে যা শিখেছেন তা পরবর্তী প্রজন্মের নভোচারীদের কাছে পৌঁছে দিতে চান।
