আমুদরিয়া নিউজ: দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে সামরিক খাতে বরাদ্দ বাড়ানোর সিদ্ধান্ত নিল কেন্দ্র। এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের রিপোর্টে তেমনটাই দাবি করা হয়েছো। রিপোর্ট অনুযায়ী, অতিরিক্ত ৫০ হাজার কোটি টাকা বরাদ্দ করা হবে। চলতি বছর এমনিতেই প্রতিরক্ষা বাজেট বাড়ানো হয়েছিল ৯.২ শতাংশ। ২০২৪ সালে প্রতিরক্ষা বাজেটে বরাদ্দ ছিল ৬ লক্ষ ২২ হাজার কোটি। সেখানে ২০২৫ সালে প্রতিরক্ষা খাতে ৬.৮১ লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। যা মূল বাজেটের ১৩ শতাংশ। এবার সেটা আরও বাড়ল। মূলত সমরাস্ত্র এবং আধুনিক সামরিক প্রযুক্তি কেনার ক্ষেত্রেই এই অর্থ ব্যয় করা হবে বলে সূত্রের খবর। জানা যাচ্ছে প্রতিরক্ষা খাতে বরাদ্দের জন্য অতিরিক্ত বাজেট পেশ করা হতে পারে সংসদের শীতকালীন অধিবেশনে। প্রসঙ্গত, ভারত-পাক সংঘাতের আবহে নতুন করে জোর দেওয়া হচ্ছে প্রতিরক্ষায়।
