আমুদরিয়া নিউজ: আলিপুরদুয়ারের প্রাক্তন বিজেপি সাংসদ জন বারলাকে আইনি নোটিশ ধরালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ৪৮ ঘণ্টার মধ্যে প্রকাশ্যে ক্ষমা না চাইলে বারলার বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার। গতকাল আনুষ্ঠানিকভাবে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন বারলা।
আর যোগদানের পরই সরাসরি তোপ দাগেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। বলেন, “আমি চেয়েছিলাম চা বাগান নিয়ে কাজ করতে। মন্ত্রী হয়েছিলাম। কাজ করতে গিয়ে সবসময় বাধা পেয়েছি। রেলের সঙ্গে হাত মিলিয়ে হাসপাতাল তৈরি করতে চেয়েছিলাম। কিন্তু বিরোধী দলনেতা বাধা দিতেন। জনতার আশীর্বাদে জিতেছিলাম তবে শুভেন্দু অধিকারীর বাধায় কোনও কাজ করতে পারেনি।” এই অভিযোগের পালটা বার্লাকে আইনি নোটিস পাঠালেন শুভেন্দু। রাজ্যের বিরোধী দলনেতার দাবি, আগামী সাতদিনের মধ্যে নিঃশর্তভাবে ক্ষমা চাইতে হবে। দাবিপূরণ না হলে বারলার বিরুদ্ধে দেওয়ানি এবং ফৌজদারি আইনি পদক্ষেপের হুঁশিয়ারিও দিয়েছেন শুভেন্দু।