আমুদরিয়া নিউজ: অপারেশন সিঁদুরের পর বৃহস্পতিবার সকালে প্রথমবার জম্মু ও কাশ্মীরে পা রাখেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। উপস্থিত ছিলেন রাজ্যের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা। নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি সেনাবাহিনীর প্রস্তুতি এদিন খতিয়ে দেখেন রাজনাথ। অপারেশন সিঁদুরের সফল্যের জন্য অভিনন্দন জানান জওয়ানদেরও।জওয়ানদের উদ্দেশ্যে তিনি বলেন, “জঙ্গিদের প্রতি আপনাদের কঠোর মনোভাব প্রশংসার যোগ্য। অপারেশন সিঁদুরে আপনারা যা করেছেন, তাতে গোটা দেশ গর্বিত। ওরা ধর্ম দেখে মেরেছে কিন্তু আমরা কর্ম দেখে মেরেছি। সন্ত্রাসবাদের বিরুদ্ধে এটি ভারতের সবচেয়ে বড় অভিযান। সন্ত্রাসবাদকে নির্মূল করতে আমরা যে কোনও সীমা পর্যন্ত যাব। পাকিস্তানকে অবিলম্বে জঙ্গিদের আশ্রয় দেওয়া বন্ধ করতে হবে।”
পাশাপাশি পরমাণু অস্ত্র নিয়েও পাকিস্তানকে কড়া বার্তা দেন তিনি। বলেন, গোটা বিশ্বের কাছে আমার প্রশ্ন, এই ধরনের দায়িত্বজ্ঞানহীন এবং দুর্বৃত্তপরায়ণ দেশের হাতে পরমাণু অস্ত্র কি নিরাপদ?” পাকিস্তানের পরমাণু অস্ত্র ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সির নজরদারির আওতায় রাখা উচিত বলেও মন্তব্য করেন তিনি। প্রসঙ্গত, আন্তর্জাতিক এই সংস্থা বিশ্বের বিভিন্ন দেশের পারমাণবিক কার্যকলাপের উপর নজরদারি চালিয়ে থাকে।