আমুদরিয়া নিউজ: পাকিস্তানের পর এ বার আন্তর্জাতিক অর্থভান্ডার (আইএমএফ) এর ঋণ পাচ্ছে বাংলাদেশও। বুধবার বিজ্ঞপ্তি দিয়ে এ কথা জানিয়েছে সে দেশের অন্তর্বর্তী সরকার। যদিও এটি কোনও অতিরিক্ত ঋণ নয়। আগে থেকেই বাংলাদেশের জন্য আইএমএফের ৪৭০ কোটি ডলার ঋণ মঞ্জুর হয়ে রয়েছে। সেটিরই চতুর্থ এবং পঞ্চম কিস্তি আগামী মাসে পেতে পারে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। আন্তর্জাতিক অর্থভান্ডার থেকে মঞ্জুর করা ঋণ সাধারণত এক বারে পুরোটা দেওয়া হয় না। বেশ কিছু কিস্তিতে ভাগ করে ওই অর্থ দেওয়া হয়। বাংলাদেশকে এর আগে গত বছরের জুন মাসে এই ঋণের তৃতীয় কিস্তির টাকা দিয়েছিল আইএমএফ। ওই সময়ে বাংলাদেশকে ১১৫ কোটি ডলার পাঠানো হয়েছিল। এদিকে পাকিস্তানকেও প্রায় ১০০ কোটি মার্কিন ডলার বাড়তি ঋণ মঞ্জুর করেছিল আইএমএফ। ইতিমধ্যেই সেই ঋণের দ্বিতীয় কিস্তি পেয়ে গিয়েছে পাকিস্তান। বুধবারই একথা জানিয়েছে পাকিস্তান স্টেট ব্যাংক।
