আমুদরিয়া নিউজ: বুধবার সকালেই বিএসএফ জওয়ান পূর্ণমকুমার সাউকে মুক্তি দিয়েছে পাকিস্তান। তারপরই রাজস্থান থেকে আটক পাক রেঞ্জার মোহাম্মদ্দুল্লাহ্কেও মুক্তি দিল ভারত। গত ২৩ এপ্রিল ফিরোজপুর সেক্টরে অপারেশনাল ডিউটির সময় অসাবধানতাবশত পাক ভূখণ্ডে প্রবেশ করলে পাক রেঞ্জার্স আটক করে পূর্ণমকে। এদিকে গত ৩ মে রাজস্থানে সীমান্ত লঙ্ঘন করে প্রবেশের জন্য বন্দি হন এক পাক রেঞ্জার। তার পর বেশ কয়েক বার ‘ফ্ল্যাগ মিটিং’ হয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী এবং পাক রেঞ্জার্সের। অবশেষে এদিন সকালে ওয়াঘা-অটারী সীমান্ত দিয়ে ছাড়া হয়েছে বিএসএফ জওয়ান পূর্ণমকে। অন্য দিকে, পাকিস্তানি রেঞ্জার মোহাম্মদ্দুল্লাহ্কেও মুক্তি দিয়েছে ভারত বলে জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম। জানা যাচ্ছে, বুধবার সকালেই ওই পাক রেঞ্জারকে তাঁর দেশে ফিরিয়েছে ভারত। প্রোটোকল মেনে দুই দেশই বন্দিদের প্রত্যর্পণ করল তাঁদের দেশে।
