আমুদরিয়া নিউজ: বিদেশমন্ত্রী এস জয়শংকরের নিরাপত্তা বাড়ানোর সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। সূত্রের খবর, মন্ত্রীর কনভয়ে এ বার থাকবে বুলেটপ্রুফ কার। একইসঙ্গে তাঁর দিল্লির বাড়িতেও আরও আঁটসাট করা হল নিরাপত্তা। এতদিন জেড ক্যাটাগরির নিরাপত্তা পাচ্ছিলেন মন্ত্রী। এটি ভারতের তৃতীয় সর্বোচ্চ স্তরের নিরাপত্তা বলয়। বিদেশমন্ত্রীর সুরক্ষায় সর্বক্ষণের জন্য মোতায়েন রয়েছে ৩৩ জন সিআরপিএফ কমান্ডোর একটি দল। এ ছাড়াও থাকেন ২২ জন নিরাপত্তারক্ষী, যার মধ্যে ৪-৫ জন এনএসজি কমান্ডো এবং স্থানীয় পুলিশও। কমপক্ষে একটি গুলিনিরোধক গাড়িও দেওয়া হয়। এ ছাড়াও থাকে কনভয়ের এসকর্ট গাড়ি। এবার তা আরও বাড়ানো হল। ভারত-পাক বর্তমান কূটনৈতিক পরিস্হিতিতে হামলার আশঙ্কাতেই এমন সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।
