আমুদরিয়া নিউজ: সীমান্তে বাড়ছে উত্তেজনা। এই পরিস্থিতিতে ভারত-পাক সংঘাত নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে চিন। সংঘাতের পথ ছেড়ে আলোচনার টেবিলে বসার জন্য দু’দেশের কাছেই আবেদন জানিয়েছে তাঁরা। একই সঙ্গে তাদের আর্জি দুই দেশই যেন শান্ত ও সংযমী থাকে। চিনা বিদেশ দফতর এক বিবৃতিতে বলেছে, ‘‘আমরা দু’পক্ষের কাছে শান্তি ও স্থিতিশীলতার বৃহত্তর স্বার্থে কাজ করার, ধৈর্য ও সংযম প্রদর্শন করার এবং শান্তিপূর্ণ উপায়ে রাজনৈতিক সমাধানের পথে ফিরে আসার আবেদন করছি। উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে পারে এমন কোনও পদক্ষেপ থেকে বিরত থাকতে আহ্বান জানাচ্ছি।’’ বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘ভারত ও পাকিস্তান উভয়ের মৌলিক স্বার্থের জন্যই তাঁদের আচরণ শান্তিপূর্ণ হওয়া গুরুত্বপূর্ণ। শুধু চিন নয়, আন্তর্জাতিক সমস্ত সম্প্রদায় এই আচরণই দেখতে চাইছে। দুই দেশের শান্তিস্থাপনের লক্ষ্যে গঠনমূলক ভূমিকা নেওয়ার জন্য ইচ্ছুক চিন।’ এদিকে, ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা প্রশমনের জন্য আলোচনায় সহায়তা করার প্রস্তাব দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রও।
