আমুদরিয়া নিউজ: ভারতের যে কোনও জায়গায় যেতে পারেন বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন। বিদেশ মন্ত্রকের তরফে দেওয়া হল অনুমতি। নিজের দেশ বাংলাদেশে গত কয়েক দশকে ঢুকতে পারেননি তসলিমা। ভারতে আশ্রয় নেওয়ার পরে বেশ কয়েক বছর কলকাতায় ছিলেন। ২০০৭ সালে তাঁর দ্বিখণ্ডিত বই নিয়ে বিতর্কের মুখে কলকাতাও ছাড়তে হয় তাঁকে। আপাতত দিল্লিতে রয়েছেন তিনি।
সম্প্রতি উপযুক্ত নিরাপত্তা দিয়ে তাঁকে কলকাতা ফেরানোর দাবি জানিয়ে সংসদে সওয়াল করেছিলেন রাজ্যসভার সাংসদ তথা বঙ্গ বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য। সংসদের বাজেট অধিবেশনে তসলিমার প্রসঙ্গ রাজ্যসভায় তুলেছিলেন শমীক। বাঙালি লেখিকা হওয়া সত্ত্বেও তিনি কেন বাংলায় তথা কলকাতায় থাকতে পারবেন না, তা নিয়ে বিজেপি সাংসদ জ়িরো আওয়ারে প্রশ্ন করেন। তসলিমাকে কলকাতায় ফেরানোর ব্যবস্থা করার দাবিও তুলেছিলেন তিনি। সেই দাবির প্রেক্ষিতেই কেন্দ্র তাদের অবস্থান স্পষ্ট করল। রাজ্যসভার সাংসদকে এবার চিঠি দিয়ে বিদেশমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী কীর্তি বর্ধন সিং জানিয়ে দিলেন, ভারতের যে কোনও জায়গায় যেতে পারেন তসলিমা। অর্থাৎ চাইলে তিনি পশ্চিমবঙ্গে আসতে পারেন।