আমুদরিয়া নিউজ: বৃহস্পতিবার সাতসকালে পরপর বিস্ফোরণে কেঁপে উঠল লাহোর। কী কারণে এই বিস্ফোরণ, তা অবশ্য স্পষ্ট নয়। পাক সংবাদমাধ্যম সূত্রে খবর, লাহোরের ওয়ালটন বিমানবন্দরের নিকটবর্তী গোপাল নগর এবং নাসিরবাদ থেকে একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা যায়। এলাকাটি অভিজাত এলাকা (মূলত ব্যবসায়ী) এবং সেনা ছাউনির সংযোগস্থল। বেজে ওঠে সাইরেন। আতঙ্কে নাগরিকরা ঘর ছেড়ে বেরিয়ে আসেন।
সেদেশের পুলিশ সূত্রে জানা গিয়েছে, ৫-৬ ফুটের একটি ড্রোনের মাধ্যমে এই বিস্ফোরণ ঘটানো হতে পারে। ইতিমধ্যেই ড্রোনটিকে গুলি করে নামানো হয়েছে বলে সে দেশের একাধিক সূত্রে জানা গিয়েছে।কে বা কারা এই বিস্ফোরণের নেপথ্যে তা এখনও স্পষ্ট নয়। ঘটনায় হতাহতের খবর এখনও পাওয়া যায়নি। তবে করাচি, সিয়ালকোট এবং লাহোর বিমানবন্দরে বিমান চলাচল সাময়িক ভাবে বন্ধ রাখা হয়েছে।