আমুদরিয়া নিউজ: ফের পিছিয়ে গেল ডিএ মামলার শুনানি। বুধবার সুপ্রিম কোর্টে এই শুনানি হওয়ার কথা ছিল। আদালত সূত্রের খবর, অন্য একটি জরুরি মামলায় ব্যস্ত থাকার কারণে গ্রীষ্মাবকাশের পর অর্থাৎ জুলাই মাসে শুনানির দিন ধার্য করার জন্য এদিন আদালতে আবেদন জানান রাজ্যের আইনজীবী অভিষেক মনু সিংভি। যদিও এই আবেদনের তীব্র বিরোধিতা করেন আন্দোলনকারীদের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য।
তাঁর দাবি, এনিয়ে ১৬ বার শুনানি পিছিয়েছে। দু’পক্ষের সওয়াল-জবাব শোনার পর আদালত জানায়, মামলার পরবর্তী শুনানি হবে আগামী ১৪ মে। কেন্দ্রীয় হারে সরকারি কর্মীদের ডিএ দেওয়ার দাবিতে বহুদিন ধরে সরব রাজ্য সরকারি কর্মীদের একাংশ। কলকাতা হাইকোর্ট এই দাবি মেনেই রায় দিয়েছিল। তবে সেই রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্ট যায় রাজ্য সরকার। তারপর থেকে মামলাটি শীর্ষ আদালতের বিচারাধীন। তবে বারবারই সুপ্রিম কোর্টে মামলার শুনানি পিছিয়ে যাচ্ছে। ফলে হতাশা বাড়ছে রাজ্য কর্মচারী কর্মীদের।