আমুদরিয়া নিউজ: ২০২৫ সালে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট সবে প্রকাশিত হয়েছে। এর মধ্যেই ছাব্বিশের রুটিন ঘোষণা করল মধ্যশিক্ষা পর্ষদ। আগামী বছর ২ ফেব্রুয়ারি থেকে শুরু হবে মাধ্যমিক পরীক্ষা। চলবে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। পর্ষদের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ২ ফেব্রুয়ারি সোমবার হবে বাংলা পরীক্ষা। পরদিন অর্থাৎ ৩ ফেব্রুযারি ইংরেজি পরীক্ষা। ৪ ও ৫ ফেব্রুয়ারি ছুটি। ৬ ফেব্রুয়ারি শুক্রবার হবে ইতিহাসের পরীক্ষা। শনিবার অর্থাৎ ৭ ফেব্রুয়ারি ভূগোল, ৯ ফেব্রুয়ারি সোমবার অঙ্ক, মঙ্গলবার ১০ ফেব্রুবারি ভৌতবিজ্ঞান, বুধবার ১১ ফেব্রুবারি জীবনবিজ্ঞান এবং ১২ ফেব্রুয়ারি শুক্রবার ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা হবে।
পর্ষদের তরফে এও জানানো হয়েছে, ফিজিক্যাল এডুকেশন, ওয়ার্ক এডুকেশন ও সোশ্যাল সার্ভিস পরীক্ষার দিনক্ষণ পরে জানিয়ে দেওয়া হবে। পরীক্ষা শুরু হবে সকাল পৌনে ১১টায়। শেষ দুপুর দু’টোয়। প্রথম পনেরো মিনিট শুধুমাত্র প্রশ্নপত্র দেখার জন্য। লেখা শুরু করা যাবে ১১টায়। তবে ভোকেশনাল বিষয়, কম্পিউটার পরীক্ষার ক্ষেত্রে এই সময়সীমা অন্য।