আমুদরিয়া নিউজ: জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলা সম্পর্কে তিনদিন আগেই আগাম খবর ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে। সেই কারণেই নিজের সফর বাতিল করেছিলেন প্রধানমন্ত্রী। বিস্ফোরক দাবি করলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। মঙ্গলবার খাড়গে বলেন, “আমি জানতে পেরেছি, কাশ্মীরে জঙ্গি হামলা হতে পারে এমন একটি গোয়েন্দা রিপোর্ট পাঠানো হয়েছিল প্রধানমন্ত্রীর কাছে। তার ভিত্তিতেই নিজের শ্রীনগর সফর বাতিল করেছিলেন প্রধানমন্ত্রী। আমার প্রশ্ন, আগে থেকে তথ্য ছিল তা সত্ত্বেও কেন পর্যাপ্ত ব্যবস্থা করা হল না?”
কংগ্রেস সভাপতির কথায়, ‘‘কেন্দ্রীয় সরকার মেনে নিয়েছে পহেলগাঁওয়ে ২৬ জন পর্যটক খুনের ঘটনায় গোয়েন্দা ব্যর্থতা ছিল। আসলে তারা আগাম জানতে পেরেও কিছু করেনি।’’ প্রসঙ্গত, ১৯ এপ্রিল কাশ্মীরের কাটরা-শ্রীনগরগামী ট্রেন উদ্বোধনের কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। কিন্তু শেষ পর্যন্ত মোদির পূর্ব নির্ধারিত সেই কর্মসূচি বাতিল করা হয়। এই পরিস্থিতিতে খাড়গের বক্তব্যে আরও গভীর হল বিতর্ক।