আমুদরিয়া নিউজ: ভারত যে কোনও সময় হামলা চালাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করলেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা আসিফ। ইসলামাবাদে সাংবাদিক বৈঠকে পাক মন্ত্রী জানিয়েছেন, ভারত লাইন অফ কন্ট্রোল (LOC) বরাবর হামলা চালাতে পারে। মন্ত্রীর কথায়, “এমন খবর রয়েছে যে ভারত যে কোনও সময় LOC-র যে কোনও অংশে হামলা চালাতে পারে। তবে এমন যদি হয় তাহলে ভারতকে উপযুক্ত পালটা জবাব দেওয়া হবে। পাকিস্তান আঞ্চলিক শান্তি চায়, কিন্তু আত্মরক্ষা করতে দ্বিধা করবে না।”
পহেলগাঁওয়ে নৃশংস জঙ্গি হামলায় নিহত হয়েছেন ২৬ জন। তার পর থেকেই পরমাণু শক্তিধর দুই প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনার পরিবেশ তৈরি হয়েছে। এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে ইসলামাবাদের বিরুদ্ধে বেশ কিছু কূটনৈতিক পদক্ষেপ করেছে নয়াদিল্লি। পাল্টা পদক্ষেপ করেছে পাকিস্তানও। তাই ক্রমেই জটিল হতে থাকা পরিস্থিতি শেষ পর্যন্ত কোনও দিকে মোড় নেয় সেটাই দেখার।