আমুদরিয়া নিউজ: ভারতে থেকে পাকিস্তানকে সমর্থন করার অভিযোগে অসমে ৪২ জনকে গ্রেফতার করল পুলিশ। জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গিহানার পর পাকিস্তানের সমর্থনে সমাজমাধ্যমে পোস্ট করেছিলেন কেউ কেউ। এর পরেই তৎপর হয় অসম পুলিশ। তিন দিনের মধ্যে ১১ জন অভিযুক্তকে শনাক্ত করে গ্রেফতার করা হয়। তার পরে আরও ৩১ জনকে গ্রেফতার করা হয়েছে। ফলে সব মিলিয়ে ধৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৪২-এ। ধৃতদের মধ্যে রয়েছেন বিরোধী দল এআইইউডিএফের বিধায়ক আমিনুল ইসলামও। রবিবার সে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা খবরটি নিশ্চিত করেছেন। হিমন্ত জানিয়েছেন, ‘ভারতের মাটিতে দাঁড়িয়ে পাকিস্তানকে সমর্থন’-এর অভিযোগে তাঁদের গ্রেফতার করা হয়েছে। প্রয়োজনে ধৃতদের বিরুদ্ধে মামলা করা হবে জাতীয় নিরাপত্তা আইনের (এনএসএ) অধীনেও।