আমুদরিয়া নিউজ: প্রয়াত হলেন বলি তারকা অনিল কাপুরের মা নির্মল কাপুর। বয়স হয়েছিল ৯০। বার্ধক্যজনিত অসুস্থতায় মুম্বইয়ের এক নামী বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। সেখানেই মৃত্যু হয় তাঁর। রাজ কাপুরের তুতো ভাই সুরিন্দর কাপুরের স্ত্রী ছিলেন নির্মল। তাঁদের তিন ছেলে বনি, অনিল, সঞ্জয় প্রত্যেকেই ফিল্ম ইন্ডাস্ট্রিতে জনপ্রিয়। নাতি অর্জুন কাপুর, নাতনি সোনম কাপুর, জাহ্নবী কাপুর, খুশি কাপুর , রিহা কাপুর, জাহান কাপুররাও বলিউডের পরিচিত মুখ। নির্মলের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে কাপুর পরিবারে।শনিবার সকাল সাড়ে ১১টা নাগাদ মুম্বইয়ের পবন হংসের ভিলে পার্লে শ্মশানে অনুষ্ঠিত হয়েছে নির্মলার শেষকৃত্য।
