আমুদরিয়া নিউজ: প্রতিযোগিতার মাঝেই পাঞ্জাব শিবিরে ধাক্কা। আঙুলে চোট পেয়ে গোটা আইপিএল থেকেই ছিটকে গেলেন অজি তারকা গ্লেন ম্যাক্সওয়েল। চলতি আইপিএলে একেবারেই চেনা ছন্দে ছিলেন না তিনি। ব্যাট হাতে অস্ট্রেলিয়ান এই তারকা ৭ ম্যাচে করেছেন মাত্র ৪৮ রান। বল হাতে ৭ ম্যাচে মাত্র ৪টি উইকেট পেলেও ওভার পিছু দিয়েছেন ৮.৪৬।
বুধবার সিএসকে ম্যাচে টসের সময় পাঞ্জাব অধিনায়ক শ্রেয়স আইয়ার ম্যাক্সওয়েলের চোট প্রসঙ্গে বলেন, “এটা আমাদের কাছে খুবই দুর্ভাগ্যজনক যে, ম্যাক্সওয়েলের আঙুলে চোট লেগেছে। এখনও পর্যন্ত ওর বদলির ব্যাপারে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।” এর আগে পায়ে চোট পেয়ে পাঞ্জাব দল থেকে ছিটকে গিয়েছিলেন লকি ফার্গুসন। তাঁর জায়গায় দলে এসেছেন আফগান অলরাউন্ডার আজমতউল্লাহ ওমরজাই। এখন দেখার ম্যাক্সওয়েলের জায়গায় কাকে নেয় পাঞ্জাব।