আমুদরিয়া ডেস্ক: পাকিস্তানে অস্ত্রবোঝাই বিমান পাঠানো হয়নি। বরং জ্বালানি ভরতেই সেগুলি পাকিস্তানের বিমানবন্দরে নেমেছিল। এমনটাই দাবি করল তুরস্ক। পহেলগাঁওয়ে হত্যাকাণ্ডের ঘটনায় উঠে এসেছে পাক যোগের তত্ত্ব। এই পরিস্থিতিতে গত ২৭ এপ্রিল খবর ছড়ায়, পাক বিমানবন্দরে নেমে পড়েছে তুরস্কের হারকিউলিস বিমান। তবে তুরস্কের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, এমন দাবি সত্য নয়। তারা পাকিস্তানে মোটেই অস্ত্র পাঠায়নি। বিমানগুলি জ্বালানি সংগ্রহের জন্য পাকিস্তানে নেমেছিল। জ্বালানি নেওয়ার পরে ফের নিজেদের গন্তব্যে উড়ে গিয়েছে।
