আমুদরিয়া ডেস্ক: ভারতীয় সেনা ও গোয়েন্দা বাহিনীর বিরুদ্ধে বিভ্রান্তিকর, উসকানিমূলক, সাম্প্রদায়িক ও মিথ্যা প্রচারের অভিযোগে পাকিস্তানের ১৬টি ইউটিউব চ্যানেলকে নিষিদ্ধ ঘোষণা করল কেন্দ্র। তালিকায় যেমন রয়েছে পাকিস্তানের প্রথম সারির কয়েকটি সংবাদমাধ্যমের ইউটিউব চ্যানেল পাশাপাশি রয়েছে পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শোয়েব আখতারের ইউটিউব চ্যানেলও।
পাকিস্তানি নিউজ চ্যানেল ডন নিউজ, সামা টিভি, আরি নিউজ, জিও নিউজ, বোল নিউজ, রফতার, সুনো নিউজের মতো ইউটিউব চ্যানেলগুলি বন্ধ করে দেওয়া হয়েছে। ইরশাদ ভাটি, আসমা শিরাজি, উমর চিমা, মুনিব ফারুকের মতো সাংবাদিকদের চ্যানেলও বন্ধ।
সরকারের অভিযোগ, পহেলগাঁও কাণ্ডের পর ভারতের বিরুদ্ধে প্ররোচনামূলক এবং সাম্প্রদায়িক উস্কানিমূলক বিষয়বস্তু প্রচার করা হচ্ছিল ওই চ্যানেলগুলিতে। এমনকি ভারতের সেনাবাহিনী এবং নিরাপত্তা সংস্থাগুলির বিরুদ্ধে উস্কানিমূলক এবং বিভ্রান্তিকর এবং ভুল তথ্য প্রচার করা অভিযোগ উঠেছে ওই চ্যানেলগুলির বিরুদ্ধে।
জানা যাচ্ছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফেরই ইউটিউব চ্যানেলগুলিকে নিষিদ্ধ করার আর্জি জানানো সয়েছিল। তারপরই সেগুলিকে ভারতে নিষিদ্ধ বলে ঘোষণা করা হল। জানা যাচ্ছে ওই ইউটিউব চ্যানেলগুলিতে ভারতের মোট ৬ কোটি ৩০ লক্ষ সাবস্ক্রাইবার রয়েছে।