আমুদরিয়া নিউজ : পরজীবীরা সর্বত্র বিরাজমান। সম্প্রতি একটি ভিডিওয় এমনই দেখা গেল। ভিডিওয় এক ব্যক্তি একটি চিমটে দিয়ে একটি গঙ্গা ফড়িংকে একটি জলের গ্লাসে তার পেছনের দিকটি চুবিয়ে ধরলেন। প্রায় সঙ্গে সঙ্গেই দেখা গেল ওই গঙ্গাফড়িংটির পেছন দিয়ে বেরিয়ে এল দুটি কালো রঙের কৃমির মতো দেখতে প্রাণী। ভিডিও দেখে সত্যিই ভিয়ের উদ্রেক হতে পারে। একটি ছোট প্রাণীর মধ্যে যদি এমন পরজীবী ঢুকে থাকে তবে বড় প্রাণীর দেহে না জানি কতো পরজীবী ঢুকে থাকতে পারে। তবে নেটিজেনরা ওই ব্যক্তিকে বাহবা জানিয়েছেন। তাঁদের মতে ওই গঙ্গাফড়িংটিকে পরজীবী মুক্ত করে ব্যক্তি ভালই করেছেন।
