আমুদরিয়া নিউজ : যখন অনেকে ভাবছেন পাহেলগামের মর্মান্তিক হামলায় ভারতের মনোবল ভেঙে গিয়েছে, সম্প্রদায়ের মধ্যে লড়াই হলে সবকিছু শেষ হতে থাকবে, ঠিক তখনই মানবতার এক নতুন নজির গড়ল কাশ্মীর। তাঁরা বোঝাল যে, ভারতের মনোবলও ভাঙেনি, ভারতের ভিন্ন সম্প্রদায়রা সংঘর্ষও করবেন না। ভারত একসাথে লড়াই করবে। একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়বে। এ যেন হাজার অন্ধকারের মাঝেও এক জ্বলজ্বল করা আলো।
সাম্প্রতিক কালের সবচেয়ে ভয়ঙ্কর জঙ্গি হামলায় কাশ্মীরের পহেলগাঁওয়ে প্রাণ হারিয়েছেন ২৬ জনেরও বেশি পর্যটক। কাশ্মীরে এক আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। অনেকেই বাড়ি ফিরে এসেছেন, আবার অনেকেই আটকে পড়েছেন। এমন সময়েই মানবতার পরিচয় দিলেন কাশ্মীরের ট্যাক্সি চালকরা। সেখানের নানা জায়গায় আটকে পড়া পর্যটকদের তাঁরা বিনামূল্যেই যাতায়াত করাচ্ছেন। এমনকি অনেককেই তাঁরা নিরাপদে রাখার জন্য নিজেদের বাড়িতেও আশ্রয় দিয়েছেন।