আমুদরিয়া নিউজ : বুধবার চিনের সংবাদ মাধ্যম তরফে জানানো হয়েছে যে, চিন ২৪ এপ্রিল, বৃহস্পতিবার তাদের শেনঝো-২০ মহাকাশযান উৎক্ষেপণ করবে। যানটি ৩ জন মহাকশচারীকে চিনা মহাকাশ স্টেশনে নিয়ে যাবে। মিশনের মূল উদ্দেশ্য হল ক্রুদের কক্ষপথে ঘোরা সম্পন্ন করা। তাঁরা ২৯শে এপ্রিল ফিরে আসবেন।
