আমুদরিয়া নিউজ : ভারতের কঠিনতম পরীক্ষাগুলির মধ্যে একটি হল ইউপিএসসি। পুরো পরীক্ষার প্রক্রিয়াটি প্রায় ১ বছর ধরে চলে। প্রথমে প্রিলিমস, তারপর মেইন্স ও শেষে ইন্টারভিউ-এর পরেই সিলেকশন হয়। এই পরীক্ষায় উত্তীর্ণরা দেশের প্রশাসনিক বিভাগের বিভিন্ন পদ যেমন আইএএস, আইপিএস, আইএফএস, আইআরএস প্রভৃতির দায়িত্ব পান। । আজ, মঙ্গলবার ইউপিএসসি ২০২৪ এর ফল প্রকাশিত হল। এই বছর শক্তি দুবে শীর্ষস্থান দখল করেছেন। হর্ষিতা গোয়েল, ডোংরে অর্চিত পরাগ যথাক্রমে দ্বিতীয় এবং তৃতীয় স্থান অর্জন করেছেন। শক্তি দুবে এলাহাবাদ বিশ্ববিদ্যালয় থেকে জৈব রসায়নে গ্র্যাজুয়েশন করেছেন। মোট, ১,০০৯ জন প্রার্থীর সিলেকশন হয়েছে।
