আমুদরিয়া নিউজ : বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টায় জাতীয় তদন্ত সংস্থার হেফাজতে দিল্লিতে অবতরণ করলেন ২৬/১১ মুম্বই জঙ্গি হামলায় অভিযুক্ত তাহাউর রানা। উচ্চ নিরাপত্তার আওতায় তাঁকে প্রথমে এনআইএ-এর অফিসে নিয়ে যাওয়া হয়েছে। সংবাদ সূত্রে জানা গিয়েছে, দিল্লির পাটিয়ালা হাউস আদালতের বাইরেও নিরাপত্তা বাড়ানো হয়েছে। সম্ভবত শীঘ্রই রানাকে সেখানে হাজির করা হবে। আদালতের বাইরে আধাসামরিক বাহিনী এবং দিল্লি পুলিশ মোতায়েন হয়েছে। কোনও অপ্রীতিকর ঘটনা এড়াতে কঠোর তল্লাশি চালানো হচ্ছে।
