আমুদরিয়া নিউজ : মঙ্গলবার থেকে মুর্শিদাবাদের জঙ্গিপুর এলাকায় ওয়াকফ আইনের বিরুদ্ধে বিক্ষোভ করেন একাধিক মানুষ। সেখানেই সহিংসতা ছড়ানোর অভিযোগে ২২ জনকে গ্রেফতার করে পুলিশ। বুধবারও ওই এলাকার পরিস্থিতি পর্যালোচনা করে দেখা হয়। অভিযুক্তদের বিরুদ্ধে সহিংসতা ছড়ানোর মামলা দায়ের হয়েছে।
