আমুদরিয়া নিউজ : মঙ্গলবার পুলিশ জানিয়েছে গুরুগ্রামের এক ব্যক্তি তাঁর স্ত্রীকে অন্য প্রেমিকের সাথে ধরে ফেলে। সেই দুই অভিযুক্ত ব্যক্তির মাথায় পিস্তলের বাঁট দিয়ে আঘাত করেন। এমনকি মিরাটের নৃশংস খুনের হুমকিও দেন। প্রসঙ্গত মিরাটে এক মহিলা তার প্রেমিকের সাথে মিলে তাঁর স্বামীকে খুন করে সিমেন্ট দিয়ে একটি নীল ড্রামে ভরে দিয়েছিল। গুরু গ্রামের এই ঘটনায় অভিযুক্তরা পলাতক। পুলিশ তাঁদের খোঁজে তল্লাশি চালাচ্ছে।
