আমুদরিয়া নিউজ : পোষ্য কুকুরটিকে লেটুস খাওয়ানোর চেষ্টা করছিলেন এক ব্যক্তি। গ্রিন ভেজিটেবল খাওয়ানোর উপায়টিও বেশ মনোরম। পোষ্যটির চোখ এক হাতে চেপে রেখেছেন ব্যক্তি। আরেক হাতে তার নাকের সামনে ধরেছেন মাংসের একটি টুকরো। পাশেই আরেকজন কুকুরটির মুখের সামনে ধরে রেখেছেন একটি লেটুস পাতা। গন্ধের টানে কুকুরটি মুখ খুলে খেতে চেষ্টা করছে মাংস। আর মুখের কাছে পাতা পেয়ে সেটাই চিবোতে লেগেছে। সম্প্রতি ভাইরাল হওয়া এই ভিডিও দেখে নেটিজেনদের কমেন্ট, এ কেমন চিটিং ?
