আমুদরিয়া নিউজ: রবিবার লা লিগায় রবার্ট লেভানডোস্কির জোরা গোলে জিরোনাকে ৪-১ গোলে হারিয়ে তিন পয়েন্টে এগিয়ে গেল বার্সেলোনা। শনিবার লেগানেসকে হারিয়ে দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদ তাদের সাথে সমান পয়েন্ট অর্জন করার পরে হানসি ফ্লিকের দল অলিম্পিক স্টেডিয়ামে তাদের অগ্রাধিকার পুনরুদ্ধার করে। মাদ্রিদের স্ট্রাইকার কিলিয়ান এমবাপের জোড়া গোলের জবাবে লেভানডোস্কি তার নিজের একটি গোল করে স্পেনের গোল্ডেন বুটের দৌড়ে তিন গোলে এগিয়ে রয়েছেন। এই বছর ২০ ম্যাচে অপরাজিত বার্সেলোনা প্রথমার্ধের শেষের দিকে লাদিস্লাভ ক্রেজির আত্মঘাতী গোলের মাধ্যমে এগিয়ে যায়।
