আমুদরিয়া নিউজ : শুধুই কি মানুষ, পশুপাখিরাও যে আদেশ বোঝে। একটি ভিডিওতে দেখা যাচ্ছে একটি কাক চুপচাপ একটি ঘরের দরজা দিয়ে হেঁটে প্রবেশ করছে। ভেতরে ঢুকতেই একজন তাঁকে বাইরে বেরিয়ে যাওয়ার নির্দেশ দিয়ে আঙুল দেখাতেই অমনি সে মুখ ঘুরিয়ে বাইরে বেরিয়ে গেল। পাখিরাও যে এতটা আদেশ পালন করে, তা এই কাককে না দেখলে বোঝা যেত না।
 
			 
					 
		 
		 
		 
		